Arfin Rumey - Janina paroles de chanson

paroles de chanson Janina - Arfin Rumey



জানিনা আজ কেমন করে
কোথায় আমি খুঁজবো তারে
বল সখি বল আমারে
কবে আমি পাব তারে
জানিনা আজ কেমন করে
কোথায় আমি খুঁজবো তারে
বল সখি বল আমারে
কবে আমি পাব তারে
ঘুম জাগরনে দেখি বারে বারে স্বপ্নে
হৃদয় তারে খুঁজে বেড়াই হারায় তারি মাঝে
ঘুম জাগরনে দেখি বারে বারে স্বপ্নে
হৃদয় তারে খুঁজে বেড়াই হারায় তারি মাঝে
গানের মত বলে যাওয়া
পথের মত চলে যাওয়া
গানের মত বলে যাওয়া
পথের মত চলে যাওয়া
একটুখানি প্রেমের হাওয়া লাগল যে মনে
একটুখানি প্রেমের ছোয়া লাগলো প্রাণে
ঘুম জাগরনে দেখি বারে বারে স্বপ্নে
হৃদয় তারে খুঁজে বেড়ায় হারাই তারই মাঝে
ঘুম জাগরনে দেখি বারে বারে স্বপ্নে
হৃদয় তারে খুঁজে বেড়ায় হারাই তারই মাঝে
উদাস চোখে চেয়ে থেকে
তারি কথা মনে রেখে
উদাস চোখে চেয়ে থেকে
তারি কথা মনে রেখে
ডুবে আছি যে বাঁধনে খুলবো কেমনে
জীবনে বল তারে ভুলবো কেমনে
ঘুম জাগরনে দেখি বারে বারে স্বপ্নে
হৃদয় তারে খুঁজে বেড়ায় হারাই তারই মাঝে
ঘুম জাগরনে দেখি বারে বারে স্বপ্নে
হৃদয় তারে খুঁজে বেড়ায় হারাই তারই মাঝে
ঘুম জাগরনে দেখি বারে বারে স্বপ্নে
হৃদয় তারে খুঁজে বেড়ায় হারাই তারই মাঝে
ঘুম জাগরনে দেখি বারে বারে স্বপ্নে
হৃদয় তারে খুঁজে বেড়ায় হারাই তারই মাঝে




Arfin Rumey - Eshona
Album Eshona
date de sortie
18-02-2014




Attention! N'hésitez pas à laisser des commentaires.