Arghya Sen - Aaha, Aji-e-Basante paroles de chanson

paroles de chanson Aaha, Aji-e-Basante - Arghya Sen




আহা, আজি বসন্তে এত ফুল ফুটে
এত বাঁশি বাজে, এত পাখি গায়
আহা, আজি বসন্তে এত ফুল ফুটে
এত বাঁশি বাজে, এত পাখি গায়
আহা, আজি বসন্তে
সখীর হৃদয় কুসুম-কোমল
কার অনাদরে আজি ঝরে যায়
সখীর হৃদয় কুসুম-কোমল
কার অনাদরে আজি ঝরে যায়
কেন কাছে আস, কেন মিছে হাস
কাছে যে আসিত সে তো আসিতে না চায়
আহা, আজি বসন্তে
সুখে আছে যারা, সুখে থাক তারা
সুখের বসন্ত সুখে হোক সারা
সুখে আছে যারা, সুখে থাক তারা
সুখের বসন্ত সুখে হোক সারা
দুখিনী নারীর নয়নের নীর
সুখী জনে যেন দেখিতে না পায়
তারা দেখেও দেখে না
তারা বুঝেও বোঝে না
তারা ফিরেও না চায়
আহা, আজি বসন্তে এত ফুল ফুটে
এত বাঁশি বাজে, এত পাখি গায়
আহা, আজি বসন্তে





Attention! N'hésitez pas à laisser des commentaires.