Arijit Singh - Chol Naa Jai paroles de chanson

paroles de chanson Chol Naa Jai - Arijit Singh



আকাশ যেবার প্রথম দিন
সূর্য দেখেছিলো
সে সব তারিখ
কে আর বলতে পারে?
রোদ কুয়াশার খেলনা চাই
সাহস হলে সঙ্গী
মরিচীকায় ছুটতে যায়
কেউ জানে না কোন দিক
ওও ওও
ওও ওও
সে সব পথে চলতে ক'জন পারে?
চল না যাই
পথ হারাই
অচেনা উদ্দেশ্যে
রাত্রি হোক
আলেয়া
জ্বালবো নিরুদ্দেশে
চল না যাই
পথ হারাই
অচেনা উদ্দেশ্যে
রাত্রি হোক
আলেয়া
জ্বালবো নিরুদ্দেশে
ওও ওও
ওও ওও
ওও ওও
ওও ওও হো...
Row the boat, just row the boat
তুই নৌকা চড়, তুই ভেলায় ওঠ
তুই রাত খুঁজিস, হয়ে নদীর চর
তুই চাঁদ হয়ে আজ ঝাঁপড়ে পড়
Just row the boat
Just row the boat
Just row the boat
Just row the boat
Just row the boat
পেলে হট্ট -মেলার দেশ
চল উড়বো খামখাই
এলে ঝর্ণা দেখার দিন
চল কাটতে ভুলে যাই
আকাশ যেবার প্রথম দিন
সূর্য দেখেছিলো
সে সব তারিখ
কে আর বলতে পারে?
রোদ কুয়াশার খেলনা চাই
সাহস হলে সঙ্গী
মরিচীকায়য় ছুটতে যায়
কেউ জানে না কোন দিক
ওও ওও
ওও ওও
সে সব পথে চলতে ক'জন পারে?
চল না যাই
পথ হারাই
অচেনা উদ্দেশ্যে
রাত্রি হোক
আলেয়া
জ্বালবো নিরুদ্দেশে
চল না যাই
পথ হারাই
অচেনা উদ্দেশ্যে
রাত্রি হোক
আলেয়া
জ্বালবো নিরুদ্দেশে
ওও ওও
ওও ওও
ওও ওও
ওও ওও হো...



Writer(s): Indraadip Dasgupta


Arijit Singh - Amazon Obhijaan
Album Amazon Obhijaan
date de sortie
22-12-2017




Attention! N'hésitez pas à laisser des commentaires.