Arijit Singh - Mukto Kore Dao paroles de chanson

paroles de chanson Mukto Kore Dao - Arijit Singh



যা আমায় টানে
তারই আকর্ষণে যাচ্ছি সীমানায়,
কী খুঁজছি জানিনা .
বন্দী করে মন যে আমার
পোষ মানিয়েছে,
তাই মনটা ভালো না .
এখনই হেসেছি, এখনই নীরবে
কী শূণ্যতায় বলো,
এই কত ভিড়ে, এই অগোচরে
কী শূণ্যতায় বলো .
কাছে টেনে নাও,
মুক্ত করে দাও ওও .
আমার অসহায় চেতনার
ঘুম ভাঙিয়ে দাও,
মুক্ত করে দাও। ওও .
তুমি তো না থাকায় থাকা দায়
তোমার গান গেয়ে গেয়ে,
প্রাণের গান গেয়ে গেয়ে,
ভেতরে তবে শূন্যতা, অসম্পূর্ণতা।
কখনো তোমাকেই খুঁজে পাই
তবু হারিয়ে যাই ভালোবাসায়
গভীরে তবে শূন্যতা, অসম্পূর্ণতা।
নিজে খুশি মতো, নিজেই অনুগত
কী শূণ্যতায় বলো,
কী শূণ্যতায় বলো.
কাছে টেনে নাও,
মুক্ত করে দাও, ওও .
তোকে পাইনা বলে ঘুমঘুমিয়েছি
চুপ আঁধারে ধড়পড়িয়েছি,
পগারপার হয়ে নিঃশ্বাস প্রশ্বাস
তোকে ছোঁয়ার হলে হবে যদি তুই চাস,
উড়ানযান নিয়ে উধাও হারিয়ে যাই,
উজানটান দিয়ে যাই,
খুদার প্রাণে তোর রূপে হারিয়ে যাই
উদার প্রাণে তোর কল্পনা সাজাই,
করুনপ্রাণে তোর সঙ্গে গাইতে চাই
আমার গান ওও .





Attention! N'hésitez pas à laisser des commentaires.