Arijit Singh - Shudhu Tomari Jonyo Theme (From "Shudhu Tomari Jonyo") paroles de chanson

paroles de chanson Shudhu Tomari Jonyo Theme (From "Shudhu Tomari Jonyo") - Arijit Singh



হতে পারি রোদ্দুর,
হতে পারি বৃষ্টি,
হতে পারি রাস্তা
তোমারি জন্যে।
হতে পারি বদনাম,
হতে পারি ডাক নাম
হতে পারি সত্যি
তোমারি জন্যে।।
হতে পারি গল্প
তুমি কাছে টানলে,
হতে পারি জানালা
হাওয়া তোমার কারণে।
শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী
শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী
এসেছি হাজার বারণে
শুধু তোমারি জন্যে
শুধু তোমারি জন্যে
শুধু তোমারি জন্যে
শুধু তোমারি জন্যে।।।।
কথা দিলো রোদ্দুর
কথা দিলো বৃষ্টি।
কথা দিলো রাস্তা
তোমারি জন্য।।।
খেলাধুলো সংসার
আসা যাওয়া
বারবার
রাজি হল ইচ্ছে
তোমারি জন্যে।।
হতে পারি গল্প
তুমি কাছে টানলে।
হতে পারি জানলা
হাওয়া তোমার কারনে
শুধু তুমি চাও যদি
সাজাবো আবার নদী।
শুধু তুমি চাও যদি
সাজাবো আবার নদী।।
এসেছি হাজার বারণে
শুধু তোমারি জন্যে।।
শুধু তোমারি জন্যে।।



Writer(s): PRASEN, ARINDOM CHATTERJEE


Arijit Singh - Best of Dev
Album Best of Dev
date de sortie
21-12-2017




Attention! N'hésitez pas à laisser des commentaires.