Arijit Singh - Ki Kore Toke Bolbo (From "Rangbaaz") paroles de chanson

paroles de chanson Ki Kore Toke Bolbo (From "Rangbaaz") - Arijit Singh




কি করে তোকে বলবো?
তুই কে আমার?
আয় না সাথে চলব
সব পারাপার
মনেরই আশকারাতে
তোর কাছে এলাম
হারিয়ে গেলাম
কি করে তোকে বলবো?
তুই কে আমার?
আয় না সাথে চলব
সব পারাপার
মনেরই আশকারাতে
তোর কাছে এলাম
হারিয়ে গেলাম
কি করে তোকে বলবো?
তুই কে আমার?
মনেরই একূল-ওকূল
দিয়েছে প্রেমের মাশুল
চাউনিরা দিশেহারা
তোর কাছে চায় ইশারা
আজ বারে বার
কি করে তোকে বলবো?
তুই কে আমার?
আয় না সাথে চলব
সব পারাপার
ভিড়েতে দাঁড়াই একা
তোর যদি না পাই দেখা
হারানো পথের মতো
খুঁজে মরি তোকে কত
হাজারো বার
কি করে তোকে বলবো?
তুই কে আমার?
আয় না সাথে চলব
সব পারাপার
মনেরই আশকারাতে
তোর কাছে এলাম
হারিয়ে গেলাম
কি করে তোকে বলবো?
তুই কে আমার?



Writer(s): jeet gannguli, prasen


Attention! N'hésitez pas à laisser des commentaires.
//}