paroles de chanson Bhalobasha Tar Por - Arnob
কষ্টগুলোর
শিকড়
ছড়িয়ে
ঐ
ভয়ানক
একা
চাঁদটার
সাথে
স্বপ্নের
আলোতে
যাবো
বলে
যখন
চোখ
ভিজে
যায়
রাতে
কষ্টগুলোর
শিকড়
ছড়িয়ে
ঐ
ভয়ানক
একা
চাঁদটার
সাথে
স্বপ্নের
আলোতে
যাবো
বলে
যখন
চোখ
ভিজে
যায়
রাতে
ভালবাসা
তারপর
দিতে
পারে
গত
বর্ষার
সুবাস
বহুদিন
আগে
তারাদের
আলো
শূন্য
আঁধার
আকাশ
ভালবাসা
তারপর
দিতে
পারে
গত
বর্ষার
সুবাস
বহুদিন
আগে
তারাদের
আলো
শূন্য
আঁধার
আকাশ
প্রখর
রোদে
পোড়া
পিঠ
আগুনের
কুন্ডে
সেঁকা
হাত
শিশির
ছোঁয়ায়
পাবে
হাসি
অন্ধকারে
কেটে
যাবে
রাত
প্রখর
রোদে
পোড়া
পিঠ
আগুনের
কুন্ডে
সেঁকা
হাত
শিশির
ছোঁয়ায়
পাবে
হাসি
অন্ধকারে
কেটে
যাবে
রাত
ভালবাসা
তারপর
দিতে
পারে
গত
বর্ষার
সুবাস
বহুদিন
আগে
তারাদের
আলো
শূন্য
আঁধার
আকাশ
ভালবাসা
তারপর
দিতে
পারে
গত
বর্ষার
সুবাস
বহুদিন
আগে
তারাদের
আলো
শূন্য
আঁধার
আকাশ
কষ্টগুলোর
শিকড়
ছড়িয়ে
ঐ
ভয়ানক
একা
চাঁদটার
সাথে
স্বপ্নের
আলোতে
যাবো
বলে
যখন
চোখ
ভিজে
যায়
রাতে
কষ্টগুলোর
শিকড়
ছড়িয়ে
ঐ
ভয়ানক
একা
চাঁদটার
সাথে
স্বপ্নের
আলোতে
যাবো
বলে
যখন
চোখ
ভিজে
যায়
রাতে
ভালবাসা
তারপর
দিতে
পারে
গত
বর্ষার
সুবাস
বহুদিন
আগে
তারাদের
আলো
শূন্য
আঁধার
আকাশ
ভালবাসা
তারপর
দিতে
পারে
গত
বর্ষার
সুবাস
বহুদিন
আগে
তারাদের
আলো
শূন্য
আঁধার
আকাশ
ভালবাসা
তারপর
দিতে
পারে
গত
বর্ষার
সুবাস
বহুদিন
আগে
তারাদের
আলো
শূন্য
আঁধার
আকাশ
Attention! N'hésitez pas à laisser des commentaires.