Arnob - Purono Shei - traduction des paroles en anglais

Paroles et traduction Arnob - Purono Shei




Purono Shei
Purono Shei
আয় আর একটিবার আয় রে সখা,
Come my friend, come once more,
প্রাণের মাঝে আয়
To the heart's centre, come.
মোরা সুখের দুখের কথা কব,
We will talk of happiness and sorrow,
প্রাণ জুড়াবে তায়
The heart will fill up.
পুরানো সেই দিনের কথা
Those days of old,
ভুলবি কি রে হায়?
Will you forget, my dear?
সেই চোখে দেখা,
In those eyes, I saw,
প্রাণের কথা,
My heart's desire,
সে কি ভোলা যায়
Can it be forgotten?
মোরা ভোরের বেলা
At dawn,
ফুল তুলেছি,
We would pick flowers,
দুলেছি দোলা
Swing on the swing,
বাজিয়ে বাঁশি
Playing the flute,
গান গেয়েছি
Singing songs,
বকুলের তলায়
Under the bakul tree.
হায় মাঝে হল ছাড়াছাড়ি,
Alas, we had to part,
গেলেম কে কোথায়
Who went where,
আবার দেখা যদি হল, সখা,
If we meet again, my friend,
প্রাণের মাঝে আয়
Come to the heart's centre.
পুরানো সেই দিনের কথা
Those days of old,
ভুলবি কি রে হায়?
Will you forget, my dear?
সেই চোখে দেখা,
In those eyes, I saw,
প্রাণের কথা,
My heart's desire,
সে কি ভোলা যায়?
Can it be forgotten?
সে কি ভোলা যায়?
Can it be forgotten?
সে কি ভোলা যায়?
Can it be forgotten?
সে কি ভোলা যায়
Can it be forgotten?






Attention! N'hésitez pas à laisser des commentaires.