Arnob - Purono Shei paroles de chanson

paroles de chanson Purono Shei - Arnob




আয় আর একটিবার আয় রে সখা,
প্রাণের মাঝে আয়
মোরা সুখের দুখের কথা কব,
প্রাণ জুড়াবে তায়
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়?
সেই চোখে দেখা,
প্রাণের কথা,
সে কি ভোলা যায়
মোরা ভোরের বেলা
ফুল তুলেছি,
দুলেছি দোলা
বাজিয়ে বাঁশি
গান গেয়েছি
বকুলের তলায়
হায় মাঝে হল ছাড়াছাড়ি,
গেলেম কে কোথায়
আবার দেখা যদি হল, সখা,
প্রাণের মাঝে আয়
পুরানো সেই দিনের কথা
ভুলবি কি রে হায়?
সেই চোখে দেখা,
প্রাণের কথা,
সে কি ভোলা যায়?
সে কি ভোলা যায়?
সে কি ভোলা যায়?
সে কি ভোলা যায়





Attention! N'hésitez pas à laisser des commentaires.