Asha Bhonsle - Sylendra Singh - Nayane Swapno paroles de chanson

paroles de chanson Nayane Swapno - Asha Bhonsle - Sylendra Singh



নয়নে স্বপ্ন আজকে সন্ধ্যায়
কার আসাতে সত্যি হলো
কি করে হলো কেউ জানে না
জানি শুধু আমি জানি
আকাশ জুড়ে আজ রঙ ছড়ালো
বাতাস গানে গানে মন ভরালো
তুমি এলে তাই
বলো গো তুমি বলো গো আমায়
মন হারালে আজ কে কোথায়
সে কথা আমি বলবো না তো
জানি শুধু আমি জানি
তোমার মনের কথা তুমি তো জানো
আমার কিছু কথা আছে জমানো
আমি কি করে বলি
তাই তো বলি আমি তোমায়
করোনা লজ্জা ভালোবাসায়
জানো কি তুমি প্রেমের ভাষা
জানি শুধু আমি জানি



Writer(s): ASHA BHONSLE, SHYLENDRA SINGH


Asha Bhonsle - Sylendra Singh - Akrosh-Kalidas
Album Akrosh-Kalidas
date de sortie
22-09-2014



Attention! N'hésitez pas à laisser des commentaires.