paroles de chanson Katha Dilam - Kishore Kumar , Asha Bhosle
কথা
দিলাম
আমি
কথা
দিলাম।।
তুমি
আমি
যুগে
যুগে
থাকবো
সাথে।।
কথা
দিলাম
আমি
কথা
দিলাম
ফুলেতে
যেমনি
গন্ধ
থাকে
সুরেতে
যেভাবে
ছন্দ
থাকে
তেমনি
করে
আমরা
দু'জন
রবো
মিশে
দিনে
ও
রাতে
যুগে
যুগে
থাকবো
সাথে
কথা
দিলাম
আমি
কথা
দিলাম
দাঁড়িয়ে
যেদিন
বলবে
জীবন
আমি
যাই
এসেছে
দেখো
মরণ।।
হাসি
মুখে
মরণেরে
তুলে
দেবো
মরণের
হাতে
যুগে
যুগে
থাকবো
সাথে
কথা
দিলাম
আমি
কথা
দিলাম
তুমি
আমি
যুগে
যুগে
থাকবো
সাথে।।
কথা
দিলাম
আমি
কথা
দিলাম।।
Attention! N'hésitez pas à laisser des commentaires.