paroles de chanson Tumi Acho Ami Achi - Asha Bhosle
অপেক্ষা
by
মিনার
কেমন
যেন
হয়ে
আছে
আকাশটা
অনেক
স্মৃতি
ছিল
রং
রঙ্গা
হঠাৎ
প্রশ্নরা
সব
পথ
হারিয়ে
খুজছে
তোমার
ঠিকানা।
কোথায়
লুকিয়ে
মেঘের
ঘনঘটা
কোথায়
হারিয়ে
রুপালি
দুপুর
অনেক
অভিমানী
হয়ে
মনটা
আমার
খুজছে
তোমার
ঠিকানা।
এই
পথটা
ধরে
জানি
হেটেছিলাম
দুজন
গড়বো
বলে
সুখের
নাটাই
রুপালি
রোদ
আর
বৃষ্টি
বিলাসী
বিকেল
এসোনা
আবার
সবটাই
সাজাই।
তুমি
কোথায়
আছো,
আমি
কোথায়
আছি
কেন
যে
আজ
দুজন
দু
দিকে
ভাসি
আমি
কোথায়
আছি,
তুমি
কোথায়
আছ
কেন
যে
আজ
দুজন
দু
দিকে
ভাসি।
কেমন
যেন
হয়ে
আছে
শহরটা
মানুষ
গুলো
থমকে
একা
অবাক
তাকিয়ে
থাকা
দূর
আরো
দূর
হারিয়ে
সুরের
সীমানা
কোথাও
বইছে
মোহের
মাতাল
হাওয়া
কোথাও
উড়ছে
স্মৃতির
পায়রা
আলোর
দিন
আর
রাতের
আঁধারটা
করছে
ভোরের
অপেক্ষা।
এই
পথটা
ধরে
জানি
হেটেছিলাম
দুজন
গড়বো
বলে
সুখের
নাটাই
রুপালি
রোদ
আর
বৃষ্টি
বিলাসী
বিকেল
এসোনা
আবার
সবটাই
সাজাই।
তুমি
কোথায়
আছো,
আমি
কোথায়
আছি
কেন
যে
আজ
দুজন
দু
দিকে
ভাসি
আমি
কোথায়
আছি,
তুমি
কোথায়
আছ
কেন
যে
আজ
দুজন
দু
দিকে
ভাসি...
Attention! N'hésitez pas à laisser des commentaires.