Ayub Bachchu - Sukh Tumi Kay paroles de chanson

paroles de chanson Sukh Tumi Kay - Ayub Bachchu



সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এত অচেনা হলে তুমি
কিভাবে এত বদলে গেছি এই আমি!
বুকেরই সব কষ্ট দু'হাতে সরিয়ে
চল বদলে যাই...
তুমি কেন বোঝনা তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
কতরাত আমি কেদেছি
বুকের গভীরে কষ্ট নিয়ে
শূন্যতায় ডুবে গেছি আমি
আমাকে তুমি ফিরিয়ে নাও
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
কতবার ভেবেছে ভুলে যাব
তার বেশি মনে পড়ে যায়
ফেলে আসা, সেই সব দিনগুলো
ভুলে যেতে আমি পারি না
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়
সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম
কেমন করে এত অচেনা হলে তুমি
কিভাবে এত বদলে গেছি এই আমি!
বুকেরই সব কষ্ট দু'হাতে সরিয়ে
চল বদলে যাই...
তুমি কেন বোঝনা
তোমাকে ছাড়া আমি অসহায়
আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে
আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে
তুমি ক্ষমা করে দিও আমায়




Ayub Bachchu - Baro Mash
Album Baro Mash
date de sortie
29-04-2016




Attention! N'hésitez pas à laisser des commentaires.