paroles de chanson Sukh Tumi Kay - Ayub Bachchu
সেই
তুমি
কেন
এত
অচেনা
হলে
সেই
আমি
কেন
তোমাকে
দুঃখ
দিলেম
কেমন
করে
এত
অচেনা
হলে
তুমি
কিভাবে
এত
বদলে
গেছি
এই
আমি!
ও
বুকেরই
সব
কষ্ট
দু'হাতে
সরিয়ে
চল
বদলে
যাই...
তুমি
কেন
বোঝনা
তোমাকে
ছাড়া
আমি
অসহায়
আমার
সবটুকু
ভালোবাসা
তোমায়
ঘিরে
আমার
অপরাধ
ছিল
যতটুকু
তোমার
কাছে
তুমি
ক্ষমা
করে
দিও
আমায়
কতরাত
আমি
কেদেছি
বুকের
গভীরে
কষ্ট
নিয়ে
শূন্যতায়
ডুবে
গেছি
আমি
আমাকে
তুমি
ফিরিয়ে
নাও
তুমি
কেন
বোঝনা
তোমাকে
ছাড়া
আমি
অসহায়
আমার
সবটুকু
ভালোবাসা
তোমায়
ঘিরে
আমার
অপরাধ
ছিল
যতটুকু
তোমার
কাছে
তুমি
ক্ষমা
করে
দিও
আমায়
কতবার
ভেবেছে
ভুলে
যাব
তার
বেশি
মনে
পড়ে
যায়
ফেলে
আসা,
সেই
সব
দিনগুলো
ভুলে
যেতে
আমি
পারি
না
তুমি
কেন
বোঝনা
তোমাকে
ছাড়া
আমি
অসহায়
আমার
সবটুকু
ভালোবাসা
তোমায়
ঘিরে
আমার
অপরাধ
ছিল
যতটুকু
তোমার
কাছে
তুমি
ক্ষমা
করে
দিও
আমায়
সেই
তুমি
কেন
এত
অচেনা
হলে
সেই
আমি
কেন
তোমাকে
দুঃখ
দিলেম
কেমন
করে
এত
অচেনা
হলে
তুমি
কিভাবে
এত
বদলে
গেছি
এই
আমি!
ও
বুকেরই
সব
কষ্ট
দু'হাতে
সরিয়ে
চল
বদলে
যাই...
তুমি
কেন
বোঝনা
তোমাকে
ছাড়া
আমি
অসহায়
আমার
সবটুকু
ভালোবাসা
তোমায়
ঘিরে
আমার
অপরাধ
ছিল
যতটুকু
তোমার
কাছে
তুমি
ক্ষমা
করে
দিও
আমায়
Attention! N'hésitez pas à laisser des commentaires.