James - Likhe Nao paroles de chanson

paroles de chanson Likhe Nao - James




লিখে নাও
তুমি স্মৃতির পৃষ্ঠাজুড়ে আজকের দিনটাকে
লিখে নাও
তুমি অনুভূতিতে গভীরতায় আমাকে
বিদায়ী
এই সময়কে অশ্রু সিক্ত করা নয়
গোলাপের সুবাসিত ঘ্রানে হোক সে আনন্দময়
আমি চন্দ্র তুমি তারা
আমি নদী তুমি ধারা
করোনাকো বিদায়লগ্ন বেদনাময়
বন্ধু দেখাই শেষ দেখা নয়
আবার দেখা হবে নিশ্চয়
বন্ধু দেখাই শেষ দেখা নয়
আবার দেখা হবে নিশ্চয়
বিষন্ন বিকালে আমায় যদি মনে পড়ে
প্রকৃতির মাঝে তুমি খুজে নিও আমাকে
ভাবনাতে আমার হৃদয় একাকার হলে
উপলদ্ধি করো মেঘের আঁচলে
আমি চন্দ্র তুমি তারা আমি নদী তুমি ধারা
করোনাকো বিদায় লগ্ন বেদনাময়
বন্ধু দেখাই শেষ দেখা নয়
আবার দেখা হবে নিশ্চয়
বন্ধু দেখাই শেষ দেখা নয়
আবার দেখা হবে নিশ্চয়
লিখে নাও
তুমি স্মৃতির পৃষ্ঠাজুড়ে আজকের দিনটাকে
লিখে নাও
তুমি অনুভূতিতে গভীরতায় আমাকে
বিদায়ী
এই সময়কে অশ্রু সিক্ত করা নয়
গোলাপের সুবাসিত ঘ্রানে হোক সে আনন্দময়
আমি চন্দ্র তুমি তারা
আমি নদী তুমি ধারা
করোনাকো বিদায়লগ্ন বেদনাময়
বন্ধু দেখাই শেষ দেখা নয়
আবার দেখা হবে নিশ্চয়
বন্ধু দেখাই শেষ দেখা নয়
আবার দেখা হবে নিশ্চয়
বন্ধু দেখাই শেষ দেখা নয়
আবার দেখা হবে নিশ্চয়
আবার দেখা হবে নিশ্চয়
আবার দেখা হবে নিশ্চয়





Attention! N'hésitez pas à laisser des commentaires.
//}