paroles de chanson Aami Keboli Swapono - Babul Supriyo
আমি
কেবলই
স্বপন
করেছি
বপন
বাতাসে
আমি
তাই
আকাশকুসুম
করিনু
চয়ন
হতাশে
আমি
কেবলই
স্বপন
করেছি
বপন
বাতাসে
আমি
ছায়ার
মতন
মিলায়
ধরণী
কূল
নাহি
পায়
আশার
তরণী
মানসপ্রতিমা
ভাসিয়া
বেড়ায়
আকাশে,
আকাশে
আমি
কেবলই
স্বপন
করেছি
বপন
বাতাসে
আমি
কিছু
বাঁধা
পড়িল
না
শুধু
এ
বাসনা-বাঁধনে
কেহ
নাহি
দিল
ধরা
কেবলই
সুদূর-সাধনে
আপনার
মনে
বসিয়া
একেলা
অনলশিখায়
কী
করিনু
খেলা
দিনশেষে
দেখি
ছাই
হল
সব
হুতাশে,
হুতাশে
আমি
কেবলই
স্বপন
করেছি
বপন
বাতাসে
আমি
তাই
আকাশকুসুম
করিনু
চয়ন
হতাশে
আমি
কেবলই
স্বপন
করেছি
বপন
বাতাসে
আমি
Attention! N'hésitez pas à laisser des commentaires.