Bappi Lahiri - Bojho Na A Mon paroles de chanson

paroles de chanson Bojho Na A Mon - Bappi Lahiri



বোঝে না সে মন তাকে কি করে বোঝাই
হৃদয় যে গান গায় তার ভাষা নাই
বোঝে না সে মন তাকে কি করে বোঝাই
হৃদয় যে গান গায় তার ভাষা নাই
সজনী সজনী
সজনী সজনী
বোঝে না সে মন তাকে কি করে বোঝাই
হৃদয় যে গান গায় তার ভাষা নাই
পাতার আড়াল থেকে উকি মারে ফুল
চোখেতে পড়েনা যার তারই হয় ভুল
পাতার আড়াল থেকে উকি মারে ফুল
চোখেতে পড়েনা যার তারই হয় ভুল
এই ফুলে ফুলদানি কিকরে সাজাই
হৃদয় যে গান গায় তার ভাষা নাই
সজনী সজনী
সজনী সজনী
বোঝে না সে মন তারে কি করে বোঝাই
হৃদয় যে গান গায় তার ভাষা নাই
ভ্রমরা যখন করে গুন গুন গুন
বুঝে নিতে হয় আজ এসেছে ফাগুন
ভ্রমরা যখন করে গুন গুন গুন
বুঝে নিতে হয় আজ এসেছে ফাগুন
কোকিলা যে মুহু মহু
কুহু ডাকে তাই
হৃদয় যে গান গায় তার ভাষা নাই
সজনী সজনী
সজনী সজনী
বোঝে না সে মন তারে কি করে বোঝাই
হৃদয় যে গান গায় তার ভাষা নাই
সজনী সজনী
সজনী সজনী



Writer(s): BAPPI LAHIRI, PULAK BANDHYAPADHYA


Bappi Lahiri - Pattyabartan
Album Pattyabartan
date de sortie
13-11-2014




Attention! N'hésitez pas à laisser des commentaires.