paroles de chanson Dinkhan Dekhe Prem Hoy Na - Bappi Lahiri
দিনক্ষণ
দেখে
প্রেম
হয়না
ভালোবাসা
হটাৎই
হয়।
দিনক্ষণ
দেখে
প্রেম
হয়না
ভালোবাসা
হটাৎই
হয়
দিনক্ষণ
দেখে
প্রেম
হয়না
ভালোবাসা
হটাৎই
হয়
ভুল
নয়,
ভুল
নয়,
এত
ভুল
নয়
দিনক্ষণ
দেখে
প্রেম
হয়না
ভালোবাসা
হটাৎই
হয়।।
তোমার
যোগ্য
আমি
কি
না
তা
তো
আমি
আজও
জানি
না
তোমার
যোগ্য
আমি
কি
না
তা
তো
আমি
আজও
জানি
না
শুধু
জানি
ভালোবাসতে
চেয়েছিল
আমার
হৃদয়
ভুল
নয়,
ভুল
নয়,
এত
ভুল
নয়
দিনক্ষণ
দেখে
প্রেম
হয়না
ভালোবাসা
হটাৎই
হয়
দিনক্ষণ
দেখে
প্রেম
হয়না
ভালোবাসা
হটাৎই
হয়।।
হম্ম
ফুল
আমি,
ফুটেছি
শাখায়
সে
তোমার
খুশি
তাকে
রাখবে
খোঁপায়
নাকি
ফেলবে
ধুলায়।
নাই
বা
পেলাম
আলো
কিছু
ছায়াতেই
রইলাম
পিছু
নাই
বা
পেলাম
আলো
কিছু
ছায়াতেই
রইলাম
পিছু
স্মৃতিটুকু
শুধু
দিয়ে
যেও
সব
ছেড়ে
যাবার
সময়
ভুল
নয়,
ভুল
নয়,
এত
ভুল
নয়
দিনক্ষণ
দেখে
প্রেম
হয়না
ভালোবাসা
হটাৎই
হয়
দিনক্ষণ
দেখে
প্রেম
হয়না
ভালোবাসা
হটাৎই
হয়।।
Attention! N'hésitez pas à laisser des commentaires.