Bappi Lahiri feat. Bhupinder Singh - Aaji E Probhate paroles de chanson

paroles de chanson Aaji E Probhate - Bappi Lahiri , Bhupinder Singh




আজি প্রভাতে তোমারি চরণে
শোনাব প্রাণের গান
আজি প্রভাতে তোমারি চরণে
শোনাব প্রাণের গান
মধুময় হোক মধুময় হোক
পৃথিবীর আলো
পৃথিবীর যত প্রাণ
আজি প্রভাতে তোমারি চরণে
শোনাব প্রাণেরই গান
ধামা গামা ধা ধামা গামা ধা
ধামা গামা গা ধামা গামা গা
ভোরের আকাশে তোমার মহিমা
দিগন্তে দিয়েছ ছড়ায়ে
তোমার বাতাস, তোমারই পরশ
অঙ্গে ধরিব জড়ায়ে
হাজার প্রাণের সুরের মেলায়
হাজার প্রাণের সুরের মেলায়
তোমারই মধুর তান
আজি এই প্রভাতে তোমারি চরণে
শোনাব প্রানের গান
মধুময় হোক পৃথিবীর আলো
পৃথিবীর যত প্রাণ
আজি এই প্রভাতে তোমারি চরণে
শোনাব প্রানের গান
ধাপা গারে নি নি ধা
সা গা মা মা গা রে গা
মঙ্গল করো সুন্দর করো
পৃথিবীর ধূলিকণা
তুমি এসো প্রতি ঘরে ঘরে
এঁকে রাখি আলপনা
জীবনের মাঝে যেদিকে তাকাই
দুহাত বাড়িয়ে যখন যা পাই
কখনো যেন না ভুলি
তোমারই দয়ার দান
আজি এই প্রভাতে তোমারই চরণে
শোনাব প্রানের গান
মধুময় হোক মধুময় হোক
পৃথিবীর আলো
পৃথিবীর যত প্রাণ
আজি প্রভাতে তোমারি চরণে
শোনাব প্রাণের গান



Writer(s): Dev Burman Rahul, Kundu Bhabesh



Attention! N'hésitez pas à laisser des commentaires.