paroles de chanson Kotha Acho Gurudev - Kishore Kumar , Bappi Lahiri
কোথা
আছো
গুরুদেব
আমি
জানি
না
তোমর
করুণা
ছাড়া
কিছু
চাই
না
কোথা
আছো
গুরুদেব
আমি
জানি
না
কোথা
আছো
গুরুদেব
আমি
জানি
না
তোমর
করুণা
ছাড়া
কিছু
চাই
না
তোমার
করুণা
ছাড়া
কিছু
চাই
না
কোথা
আছো
গুরুদেব
আমি
জানি
না
কোথা
আছো
গুরুদেব
আমি
জানি
না
তুমি
কি
শুনছো
বসে
আমার
এ
গান?
আমি
যে
চেয়েছি
শুধু
তোমার
সন্মান
তুমি
কি
শুনছো
বসে
আমার
এ
গান?
আমি
যে
চেয়েছি
শুধু
তোমার
সন্মান
তোমার
দয়ার
দান
যেন
ভুলি
না
তোমার
করুণা
ছাড়া
কিছু
চাই
না
কোথা
আছো
গুরুদেব
আমি
জানি
না
কোথা
আছো
গুরুদেব
আমি
জানি
না
আজ
তুমি
গুরুদেব
যেখানে
থাকো
তোমারি
চরণে
তলে
ঠাঁই
দিয়ে
রাখো
আজ
তুমি
গুরুদেব
যেখানেই
থাকো
তোমারি
চরণে
তলে
ঠাঁই
দিয়ে
রাখো
নাও
গো
প্রণাম
আমার
গুরুদক্ষিণা
গুরুদক্ষিণা
গুরুদক্ষিণা
কোথা
আছো
গুরুদেব
আমি
জানি
না
তোমর
করুণা
ছাড়া
কিছু
চাই
না
তোমার
করুণা
ছাড়া
কিছু
চাই
না
কোথা
আছো
গুরুদেব
আমি
জানি
না
কোথা
আছো
গুরুদেব
আমি
জানি
না
Attention! N'hésitez pas à laisser des commentaires.