Bappi Lahiri feat. Rema Lahiri - Bolchi Tomar Kane Kane (From "Amar Tumi") paroles de chanson

paroles de chanson Bolchi Tomar Kane Kane (From "Amar Tumi") - Bappi Lahiri , Rema Lahiri




বলছি তোমার কানে কানে... আমার তুমি
বলছি আমার গানে গানে... আমার তুমি
আজকে আমার প্রান পেয়েছে
অনেক নতুন ভাষা
অনেক দিনের স্বপ্ন যে
অনেক দিনের আশা!
বলছি তোমার কানে কানে... আমার তুমি
বলছি আমার গানে গানে... আমার তুমি
তোমায় পেয়ে, হয় যে মনে
আর জনমেও সাথী ছিলাম
আমরা দু'জন মনের সুখে
অনেক জনম ঘুরে এলাম!
তোমায় পেয়ে, হয় যে মনে
আর জনমেও সাথী ছিলাম
আমরা দু'জন মনের সুখে
অনেক জনম ঘুরে এলাম!
চিরদিনই থাকবে একই... আমাদের এই ভালবাসা!!
বলছি তোমার কানে কানে... আমার তুমি
বলছি আমার গানে গানে... আমার তুমি



Writer(s): BAPPI LAHIRI, PULAK BANERJEE


Attention! N'hésitez pas à laisser des commentaires.
//}