Debabrata Biswas - Se Kebol Paliye Berai paroles de chanson

paroles de chanson Se Kebol Paliye Berai - Debabrata Biswas




যে কেবল পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়, ডাক দিয়ে যায় ইঙ্গিতে
সে কি আজ দিল ধরা
সে কি আজ দিল ধরা গন্ধে-ভরা বসন্তের এই সঙ্গীতে, সঙ্গীতে
যে কেবল পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়, ডাক দিয়ে যায় ইঙ্গিতে
কি তার উত্তরীয়
কি তার উত্তরীয় অশোকশাখায় উঠল দুলি
আজ কি পলাশবনে ওই সে বুলায় রঙের তুলি
কি তার উত্তরীয় অশোকশাখায় উঠল দুলি
আজ কি পলাশবনে ওই সে বুলায় রঙের তুলি
কি তার চরণ পড়ে তালে তালে মল্লিকার ওই ভঙ্গীতে, ওই ভঙ্গীতে
যে কেবল পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়, ডাক দিয়ে যায় ইঙ্গিতে
না গো না, দেয় নি ধরা
না গো না, দেয় নি ধরা, হাসির ভরা দীর্ঘশ্বাসে যায় ভেসে
মিছে এই হেলা-দোলায়
মিছে এই হেলা-দোলায় মনকে ভোলায়, ঢেউ দিয়ে যায় স্বপ্নে সে
না গো না, দেয় নি ধরা
সে বুঝি লুকিয়ে আসে
সে বুঝি লুকিয়ে আসে বিচ্ছেদেরই রিক্ত রাতে
নয়নের আড়ালে তার নিত্য-জাগার আসন পাতে
সে বুঝি লুকিয়ে আসে বিচ্ছেদেরই রিক্ত রাতে
নয়নের আড়ালে তার নিত্য-জাগার আসন পাতে
ধেয়ানের বর্ণছটায় ব্যথার রঙে মনকে সে রয় রঙ্গিতে, রয় রঙ্গিতে
যে কেবল পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়, ডাক দিয়ে যায় ইঙ্গিতে




Attention! N'hésitez pas à laisser des commentaires.
//}