Debabrata Biswas - Tumi To Shei paroles de chanson

paroles de chanson Tumi To Shei - Debabrata Biswas




তুমি তো সেই যাবেই চলে
কিছু তো না রবে বাকি
তুমি তো সেই যাবেই চলে
আমায় ব্যথা দিয়ে গেলে
জেগে রবে সেই কথা কি
সেই যাবেই চলে
তুমি তো সেই যাবেই চলে
তুমি পথিক আপন মনে
এলে আমার কুসুমবনে
চরণপাতে যা দাও দলে
সে-সব আমি দেব ঢাকি
তো সেই যাবেই চলে
তুমি তো সেই যাবেই চলে
বেলা যাবে আঁধার হবে
একা বসে হৃদয় ভরে
আমার বেদনখানি আমি
রেখে দেবো মধুর করে
বিদায় বাঁশির করুণ রবে
সাঁঝের গগন মগন হবে
চোখের জলে দুখের শোভা
নবীন করে দেব রাখি
তো সেই যাবেই চলে
তুমি তো সেই যাবেই চলে




Attention! N'hésitez pas à laisser des commentaires.