Habib - Shuvro Chand paroles de chanson

paroles de chanson Shuvro Chand - Habib



যেন হাসলে তুমি হৃদয়ে পূর্ণিমা হয়,
যে শুভ্র চাঁদ হয়ে সব করে স্বপ্নময়,
সেকি আমার নয়, সে যদি আমার নাই হয় তবে,
চারদিক কেন মাতে কলরবে, তার ইশারায়
সে তো আমারই আর কারো নয়
... .
পূর্ণিমাতে তার ছবি আঁকি, হৃদয়ের দেয়ালে,
রাত দিন সে বসত করে আমার খেয়ালে
আপন করে রাখি, তাকে হৃদয়ের ঘরে
বার বার দেখতে ইচ্ছে হয়, দুচোখ ভরে
শুভ্র সে চাঁদ
শুভ্র সে চাঁদ, আলোকিত করে হৃদয়,
সে কি আমার নয়. . .
যাকে তোমার হৃদয় এত ভাবে
তাকে কখনো কি কাছে পাবে,
ভালোবাসার এই গান শুনে
বলো সে কি সাড়া দেবে
আমার গান অবিরত, তার কথা বলে,
মাঝে মাঝে তাকে খুঁজে দুচোখ ভরে জলে
আমার গান অবিরত, তার কথা বলে,
মাঝে মাঝে তাকে খুঁজে দুচোখ ভরে জলে
আমি ফাগুন দিনে অপেক্ষায় আছি বসে,
শুভ্র সে চাঁদ শুনুক এসব বলছি ভালোবেসে,
তার এক ঝলক, দুনিয়া ভুলিয়ে দেয়,
সে কি আমার নয়।
.... .



Writer(s): traditional


Habib - Bolchi Tomay
Album Bolchi Tomay
date de sortie
22-07-2017




Attention! N'hésitez pas à laisser des commentaires.