Hemanta Mukherjee - Emono Dine Tare Bola paroles de chanson

paroles de chanson Emono Dine Tare Bola - Hemanta Mukherjee



তারে বলে দিও
সে যেন আসে না
আমার দ্বারে।
ওই গুনগুন সুরে মন হাসে না।
গা মা পা মা গা রে
সা রে মা গা রে গা
রে সা রে সা নি সা।
ওই ফুল মালা দিলে শুধু জ্বালা
ধুলায় সে যাক ঝরে যাক না।
এই ভাঙ্গা বাঁশী ভোলে যদি হাসি
ব্যথায় সে থাক ভরে থাক না।
জানি ফাগুন আমায় ভালোবাসে না।
তারে বলে দিও সে যেন আসে না (আমার দ্বারে)।
তারে বলে দিও মন কেন হাসে না।।
গা মা পা মা গা রে
সা রে মা গা রে গা
রে সা রে সা নি সা।
নেই আলো চাঁদে যেন রাত কাঁদে
আঁধার শেষ তবু হয়না
যায় প্রেম সরে ফাঁকি দেয় মোরে
এই ব্যথা প্রাণে সয়না
হায় স্বপ্নে আঁখি আর ভাসে না।।



Writer(s): RABINDRANATH TAGORE


Hemanta Mukherjee - Shatabdir Rabi, Vol. 2
Album Shatabdir Rabi, Vol. 2
date de sortie
11-11-2011




Attention! N'hésitez pas à laisser des commentaires.