paroles de chanson Kato Byatha Ami Soyechhi - Hemanta Mukherjee
কত
ব্যথা
আমি
সয়েছি
জানে
শুকতারা,
জানে
রাতজাগা
পাখি
কত
ব্যথা
আমি
সয়েছি
কত
নিশি
জাগি
বাসরে
ফেলেছি
অশ্রু,
জানে
শুধু
মোর
আঁখি
জানে
রাতজাগা
পাখি
কত
ব্যথা
আমি
সয়েছি
যাবার
বেলায়
বলেছিলে
প্রিয়
মোর
আশা
লয়ে
বাসর
জাগিও
যাবার
বেলায়
বলেছিলে
প্রিয়
মোর
আশা
লয়ে
বাসর
জাগিও
দখিনার
সাথে
আসিয়া
দখিনার
সাথে
আসিয়া
দোলা
দিয়ে
প্রাণে,
তোমারে
নিব
গো
ডাকি
জানে
রাতজাগা
পাখি
কত
না
ফাগুন
আসিলো
আসিলো
আমার
দ্বারে
কত
না
ফাগুন
আসিলো
আসিলো
আমার
দ্বারে
বেদনার
সাথী,
শুকতারা
তা
দিয়ে
মিলালো
অদ্য
তারে
শুধু
স্মৃতি
জপি
কেন
বাঁচি
বলো?
আশাহত
আমি,
ওহে
চন্দ্রালোক
শুধু
স্মৃতি
জপি
কেন
বাঁচি
বলো?
আশাহত
আমি,
ওহে
চন্দ্রালোক
মিলন
হলো
না
জানি,
জানি
গো
তাই
রেখে
যাই,
তোমার
মিলন
রাখি
জানে
রাতজাগা
পাখি
কত
ব্যথা
আমি
সয়েছি
Attention! N'hésitez pas à laisser des commentaires.