Hemanta Mukherjee - Keno Pantha E Chanchalata paroles de chanson

paroles de chanson Keno Pantha E Chanchalata - Hemanta Mukherjee




কেন পান্থ, চঞ্চলতা
কেন পান্থ, চঞ্চলতা
কেন পান্থ, চঞ্চলতা
কোন্ শূন্য হতে এল কার বারতা
কেন পান্থ, চঞ্চলতা
নয়ন কিসের প্রতীক্ষা-রত বিদায়বিষাদে উদাসমত
নয়ন কিসের প্রতীক্ষা-রত বিদায়বিষাদে উদাসমত
ঘনকুন্তলভার ললাটে নত
ঘনকুন্তলভার ললাটে নত, ক্লান্ত তড়িতবধু তন্দ্রাগতা
কেন পান্থ, চঞ্চলতা
কেশরকীর্ণ কদম্ববনে মর্মরমুখরিত মৃদুপবনে
কেশরকীর্ণ কদম্ববনে মর্মরমুখরিত মৃদুপবনে
বর্ষণহর্ষ-ভরা ধরণীর বিরহবিশঙ্কিত করুণ কথা
ধৈর্য মানো ওগো, ধৈর্য মানো! বরমাল্য গলে তব হয় নি ম্লান'
আজও হয় নি ম্লান
ফুলগন্ধনিবেদনবেদনসুন্দর মালতী তব চরণে প্রণতা
কেন পান্থ, চঞ্চলতা
কেন পান্থ, চঞ্চলতা



Writer(s): TAGORE RABINDRANATH, RABINDRANATH TAGORE



Attention! N'hésitez pas à laisser des commentaires.