Hemanta Mukherjee - Purano Sei Diner Katha paroles de chanson

paroles de chanson Purano Sei Diner Katha - Hemanta Mukherjee



পুরানো সেই দিনের কথা
ভুলবি কিরে হায়!
সেই চোখের দেখা, প্রাণের কথা
সে কি ভোলা যায়?
পুরানো সেই দিনের কথা
ভুলবি কিরে হায়!
সেই চোখের দেখা, প্রাণের কথা
সে কি ভোলা যায়?
আয় আর একটিবার আয়রে সখা
প্রাণের মাঝে আয়
মোরা সুখের-দুখের কথা কবো
প্রাণ জুড়াবে তায়
আয় আর একটিবার আয়রে সখা
প্রাণের মাঝে আয়
মোরা সুখের-দুখের কথা কবো
প্রাণ জুড়াবে তায়
পুরানো সেই দিনের কথা
ভুলবি কিরে হায়!
সেই চোখের দেখা, প্রাণের কথা
সে কি ভোলা যায়?
মোরা ভোরের বেলা ফুল তুলেছি
দুলেছি দোলায়
বাজিয়ে বাঁশি গান গেয়েছি
বকুলের তলায়
মোরা ভোরের বেলা ফুল তুলেছি,
দুলেছি দোলায়
বাজিয়ে বাঁশি গান গেয়েছি
বকুলের তলায়
হায় মাঝে হলো ছাড়াছাড়ি
গেলেম কে কোথায়!
আবার দেখা যদি দেখা হলো সখা
প্রাণের মাঝে আয়
হায় মাঝে হলো ছাড়াছাড়ি
গেলেম কে কোথায়!
আবার দেখা যদি দেখা হলো সখা
প্রাণের মাঝে আয়
পুরানো সেই দিনের কথা
ভুলবি কিরে হায়!
সেই চোখের দেখা, প্রাণের কথা
সে কি ভোলা যায়?
সে কি ভোলা যায়?



Writer(s): Rabindranath Tagore


Hemanta Mukherjee - Rupantaree
Album Rupantaree
date de sortie
01-12-1992




Attention! N'hésitez pas à laisser des commentaires.