Hemanta Mukherjee - Tomar Amar Karo Mukhe Katha Nei paroles de chanson

paroles de chanson Tomar Amar Karo Mukhe Katha Nei - Hemanta Mukherjee




তোমার আমার কারো মুখে কথা নেই
বাতাসেও নাই সাড়া
জেগে জেগে যেন কথা বলে ওই
দূর আকাশের তারা
দুজনেই কাছে তবু যেন কত দূর
মুকুলের কাণে মৌমাছি আনে সুর
তোমার আঁখির পল্লবে মোর
আঁখি যে নিমেষে হারা
তোমার আমার মতনই যেন গো
রাতের ভাষা নাই
কথা হারা এই স্বপ্নের মাঝে
নিজেরে হারাতে চাই
জানিনা তো কেন দিলে তুমি মোরে ফুল
রাতের শেষে মনে হবে তো ভুল
হাসি দিয়ে যার শুরু হয় সে তো
আঁখি জলে হয় সারা



Writer(s): Satinath Mukherjee


Attention! N'hésitez pas à laisser des commentaires.