paroles de chanson Pother Sesh Kothai - Hemanta Mukhopadhyay
পথের
শেষ
কোথায়
শেষ
কোথায়
কী
আছে
শেষে
পথের
এত
কামনা
এত
সাধনা
কোথায়
মেশে
কী
আছে
শেষে
পথের
ঢেউ
ওঠে
পড়ে
কাঁদার
সম্মুখে
ঘন
আঁধার
পার
আছে
গো
পার
আছে--
পার
আছে
কোন
দেশে
কী
আছে
শেষে
পথের
আজ
ভাবি
মনে
মনে
মরীচিকা-অন্বেষণে
হায়
আজ
ভাবি
মনে
মনে
মরীচিকা-অন্বেষণে
হায়
বুঝি
তৃষ্ণার
শেষ
নেই
নেই
মনে
ভয়
লাগে
সেই--
বুঝি
তৃষ্ণার
শেষ
নেই
নেই
মনে
ভয়
লাগে
সেই--
হাল-ভাঙা
পাল-ছেঁড়া
ব্যথা
চলেছে
নিরুদ্দেশে
কী
আছে
শেষে
পথের
শেষ
কোথায়
শেষ
কোথায়
শেষে
পথের
Attention! N'hésitez pas à laisser des commentaires.