Iman - Amar Rat Pohalo paroles de chanson

paroles de chanson Amar Rat Pohalo - Iman




আমার রাত পোহালো, শারদ প্রাতে
আমার রাত পোহালো
বাঁশি বাঁশি
তোমায় দিয়ে যাব কাহার হাতে
আমার রাত পোহালো
তোমার বুকে বাজলো ধ্বনি
বিদায় গাঁথা আগমনী কত যে
ফাল্গুনে শ্রাবণে কত প্রভাতে রাতে
আমার রাত পোহালো
যে কথা রয় প্রাণের ভিতর আগোচরে
গানে গানে নিয়েছিলে চুরি করে
আগোচরে
সময় যে তার হল গত
নিশি শেষের তারার মত
হল গত
শেষ করে দাও শিউলি ফুলের
মরণ সাথে
আমার রাত পোহালো
শারদ প্রাতে
আমার রাত পোহালো



Writer(s): RABINDRANATH TAGORE



Attention! N'hésitez pas à laisser des commentaires.