paroles de chanson Ogo Kajol Noyona - Indranil Sen
ওগো
কাজল
নয়না
হরিণী
তুমি
দাওনা
ও
দুটি
আঁখি
ওগো
গোলাপ
পাঁপড়ি
মেলোনা
তার
অধরে
তোমাকে
রাখি
ওগো
গোলাপ
পাঁপড়ি
মেলোনা
তার
অধরে
তোমাকে
রাখি
ওগো
কাজল
নয়না
হরিণী
ওগো
কাঞ্চন
বর্ণা
চম্পক
মঞ্জরী
কর
তাকে
চম্পক
বর্ণা
এসো
উচ্ছল
ঝর্ণা
অকারন
উল্লাসে
হাঁসি
হয়ে
তাঁর
ঝরে
পড়োনা
ওগো
নিবিড়ো
পুঞ্জ
মেঘ
দিগন্ত
হতে
এসো
মেঘ
কালো
কুন্তল
বর্ণা
এসো
অপরূপা
চন্দ্রিমা
পূর্ণিমা
যোছনা
ঝরনা
আনণে
তার
ঝরনা
ওগো
ময়ূর
পেখম
তোলো
না
ওগো
ময়ূর
পেখম
তোলো
না
তার
লজ্জা
তোমাতে
ঢাঁকি
ওগো
কাজল
নয়না
হরিণী
ওগো
কুঞ্জ
কোকিল
এসো
পঞ্চম
সুর
দিয়ে
কোকিল
কণ্ঠী
তাকে
করোনা
এসো
অশান্ত
সমীরণ
দাও
দোল
দাও
দোল
ছন্দে
ছন্দে
তাকে
ধরোনা
ওগো
যৌবন
বন্যা
লীলায়িত
রঙ্গে
কানায়
কানায়
তাকে
ভরোনা
এসো
অনন্ত
জগতের
যত
রূপ
লাবণী
তার
রূপে
সাজ
করে
মরোনা
এসো
আমার
মনের
মাধুরী
এসো
আমার
মনের
মাধুরী
তার
স্বপ্ন
তোমাতে
ঢাকি
ওগো
কাজল
নয়না
হরিণী
তুমি
দাওনা
ও
দুটি
আঁখি
ওগো
গোলাপ
পাঁপড়ি
মেলোনা
তার
অধরে
তোমাকে
রাখি
ওগো
কাজল
নয়না
হরিণী
Attention! N'hésitez pas à laisser des commentaires.