James P. Johnson - Caprice Rag paroles de chanson

paroles de chanson Caprice Rag - James P. Johnson



সুন্দরীতমা আমার
তুমি নীলিমার দিকে তাকিয়ে
বলতে পারো
এই আকাশ আমার
নীলাকাশ রবে নিরুত্তর
মানুষ আমি চেয়ে দেখ
নীলাকাশ রবে নিরুত্তর
যদি তুমি বল আমি
একান্ত তোমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
ক্যামেলিয়া হাতে এই সন্ধ্যায়
ভালোবেসে যত খুশি
বলতে পারো
এই ফুল আমার
ফুল শুধু ছড়াবে সৌরভ
লজ্জায় বলবে না কিছুই
ফুল শুধু ছড়াবে সৌরভ
লজ্জায় বলবে না কিছুই
ফুল থাকবে নীরব
আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
আমি তোমার
জোছনা লুটালেই
তুমি অধিকার নিয়ে
বলতে পারো
এই জোছনা আমার
এই চাঁদ খুঁজবে না উত্তর
একবার যদি বল
এই চাঁদ খুঁজবে না উত্তর
একবার যদি বল আমাকে
আমি থাকবো না নির্বাক
আমি তারায় তারায় রটিয়ে দেব
তুমি আমার
আমি তারায় তারায় রটিয়ে দেব
আমি তোমার



Writer(s): James P. Johnson


James P. Johnson - Parlor Piano Solos from Rare Piano Rolls
Album Parlor Piano Solos from Rare Piano Rolls
date de sortie
16-10-2006




Attention! N'hésitez pas à laisser des commentaires.