K. L. Saigal - Ektuku Chhonwa Lagey paroles de chanson

paroles de chanson Ektuku Chhonwa Lagey - K. L. Saigal




একটুকু ছোঁয়ালাগে
একটুকু কথা শুনি
তাই দিয়ে মনে মনে
রচি মম ফাল্গুনি
একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনি
কিছু পলাশের নেশা
কিছু বা চাঁপায় মেশা
কিছু পলাশের নেশা
কিছু বা চাঁপায় মেশা
তাই দিয়ে সুরে সুরে
রঙের সে জাল বুনি
তাই দিয়ে সুরে সুরে
রঙের সে জাল বুনি
রচি মম ফাল্গুনি
একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনি
যেটুকু কাছেতে আসে
ক্ষণিকের ফাঁকে ফাঁকে
চকিত মনের কোণে
স্বপনের ছবি আঁকে
যেটুকু কাছেতে আসে
ক্ষণিকের ফাঁকে ফাঁকে
চকিত মনের কোণে
স্বপনের ছবি আঁকে
যেটুকু যায়রে দূরে
ভাবনা কাঁপায় সুরে
তাই নিয়ে যায় বেলা
নূপুরের তাল গুনি
তাই নিয়ে যায় বেলা
নূপুরের তাল গুনি
রচি মম ফাল্গুনি
একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনি
তাই দিয়ে মনে মনে
রচি মম ফাল্গুনী
একটুকু ছোঁয়া লাগে
একটুকু কথা শুনি




Attention! N'hésitez pas à laisser des commentaires.