paroles de chanson Bujhi Bela Bohe Jay - Kabir Suman
বুঝি
বেলা
বহে
যায়
কাননে
আয়
তোরা
আয়
বুঝি
বেলা
বহে
যায়
কাননে
আয়
তোরা
আয়
বুঝি
বেলা
বহে
যায়
আলোতে
ফুল
উঠল
ফুটে
ছায়ায়
ঝরে
পড়ে
যায়
আলোতে
ফুল
উঠল
ফুটে
ছায়ায়
ঝরে
পড়ে
যায়
বেলা
বহে
যায়
কাননে
আয়
তোরা
আয়
বুঝি
বেলা
বহে
যায়
সাধ
ছিল
রে
পরিয়ে
দেব
মনের
মতন
মালা
গেঁথে
সাধ
ছিল
রে
পরিয়ে
দেব
মনের
মতন
মালা
গেঁথে
কই
সে
হল
মালা
গাঁথা
কই
সে
এল
হায়
যমুনার
ঢেউ
যাচ্ছে
বয়ে
বেলা
চলে
যায়
বুঝি
বেলা
বহে
যায়
কাননে
আয়
তোরা
আয়
বুঝি
বেলা
বহে
যায়
Attention! N'hésitez pas à laisser des commentaires.