Kishore Kumar - Se Jeno Aamar Pashe paroles de chanson

paroles de chanson Se Jeno Aamar Pashe - Kishore Kumar



সে যেন আমার পাশে আজও বসে আছে
চলে গেছে দিন তবু আলো রয়ে গেছে
সে যেন আমার পাশে আজও বসে আছে।
ভেঙ্গে যাওয়া পাখির বাসার মত মন
কিছু নেই তার বুকে আজ তো এখন।
ডানা মেলে ফিরে কেন আসা তার কাছে
সে যেন আমার পাশে আজও বসে আছে।
যেখানে প্রদীপ ছিল সেখানে আঁধার
নয়নের জল হয়ে ফিরে এল সে আবার।
কোন তারা নেই আজ আকাশের গায়
আলেয়ার আলো এসে আলো দিয়ে যায়
জোনাকিরা কাল রাত ভরে দিয়ে গেছে
সে যেন আমার পাশে আজও বসে আছে।



Writer(s): hemanta mukherjee


Kishore Kumar - Aamar Pujar Phool
Album Aamar Pujar Phool
date de sortie
01-01-1982




Attention! N'hésitez pas à laisser des commentaires.