paroles de chanson Se Jeno Aamar Pashe - Kishore Kumar
সে
যেন
আমার
পাশে
আজও
বসে
আছে
চলে
গেছে
দিন
তবু
আলো
রয়ে
গেছে
সে
যেন
আমার
পাশে
আজও
বসে
আছে।
ভেঙ্গে
যাওয়া
পাখির
বাসার
মত
মন
কিছু
নেই
তার
বুকে
আজ
তো
এখন।
ডানা
মেলে
ফিরে
কেন
আসা
তার
কাছে
সে
যেন
আমার
পাশে
আজও
বসে
আছে।
যেখানে
প্রদীপ
ছিল
সেখানে
আঁধার
নয়নের
জল
হয়ে
ফিরে
এল
সে
আবার।
কোন
তারা
নেই
আজ
আকাশের
গায়
আলেয়ার
আলো
এসে
আলো
দিয়ে
যায়
জোনাকিরা
কাল
রাত
ভরে
দিয়ে
গেছে
সে
যেন
আমার
পাশে
আজও
বসে
আছে।
Attention! N'hésitez pas à laisser des commentaires.