paroles de chanson Ekhanei (Lofi) - Lagnajita Chakraborty feat. DJ Rik
এ
রাতের
আস্কারাতে
কত
তারা
খসে
যায়
বসে
ঠায়
একতারা
কে
বাজায়?
এ
রাতের
আস্কারাতে
কত
তারা
খসে
যায়
বসে
ঠায়
একতারা
কে
বাজায়?
আর
কাটে
না
সময়
শুধু
শূন্যতায়
শূন্য
বাড়ায়
বসে
ঠায়
একতারা
কে
বাজায়?
এখানেই
পরিচয়,
এখানেই
ছদ্মবেশ
সন্ধান
এখানেই,
এখানেই
নিরুদ্দেশ
এখানেই
পরিচয়,
এখানেই
ছদ্মবেশ
সন্ধান
এখানেই,
এখানেই
নিরুদ্দেশ
শেষ
রাতে
হওয়া
প্রথম
আলাপ
নীরবতা
জুড়ে
বার্তালাপ
দমকা
হাওয়ায়,
থমকে
সময়
আচমকা
পথ
হারানো
এ
ঠিকানায়
ধ্রুবতারা
চোখে
নিষ্পলক
কত
কাছে
তবু
কত
আলোকবর্ষ
দূরে
আকাশ
জুড়ে
দিকশূন্য
দূরবীন
সাজায়
জোছনায়
সে
আকাশ
ঝলসে
যায়
খসে
যায়,
আরও
তারা
খসে
যায়
তবু
এখানেই
সরে
যায়
এখানেই
ছোঁয়া
হাত
হাসে
চাঁদ
এখানেই,
এখানেই
উল্কাপাত
এখানেই
পরিচয়,
এখানেই
ছদ্মবেশ
সন্ধান
এখানেই,
এখানেই
নিরুদ্দেশ
Attention! N'hésitez pas à laisser des commentaires.