paroles de chanson Fele Asha Smriti (Female Version) - Lata Mangeshkar
ফেলে
আসা
স্মৃতি
আমার
বেদনা
জাগায়
মন
কেন
খুঁজে
ফিরে
শুধু
যে
গো
তোমায়।।
হা
হা
হা
হা
ফেলে
আসা
স্মৃতি
আমার
বেদনা
জাগায়
মন
কেন
খুঁজে
ফিরে
শুধু
যে
গো
তোমায়
ফেলে
আসা
স্মৃতি
আমার।।
তুমি
তো
জানো
না,
আমিও
চিনি
না
তুমি
তো
জানো
না,
আমিও
চিনি
না
তবু
কেন
মন
যে
হায়
তোমাকে
চিনতে
চায়
মন
কেন
খুঁজে
ফিরে
শুধু
যে
গো
তোমায়
ফেলে
আসা
স্মৃতি
আমার।।
জীবনের
সেই
গান,
আর
তার
প্রতিদান
জীবনের
সেই
গান,
আর
তার
প্রতিদান
এখন
তো
জানিনা
তার
সীমা
যে
কোথায়
মন
কেন
খুঁজে
ফিরে
শুধু
যে
গো
তোমায়
ফেলে
আসা
স্মৃতি
আমার।।
মায়া-ভালবাসা,
কেন
এত
জ্বালা
মায়া-ভালবাসা,
কেন
এত
জ্বালা
ভুলিতে
চায়
সহজে
গো
ভোলা
নাহি
যায়
মন
কেন
খুঁজে
ফিরে
শুধু
যে
গো
তোমায়
হা
হা
হা
হা
ফেলে
আসা
স্মৃতি
আমার
বেদনা
জাগায়
মন
কেন...
Attention! N'hésitez pas à laisser des commentaires.