Muza - Ashi Bole Gelo Bondhu paroles de chanson

paroles de chanson Ashi Bole Gelo Bondhu - Muza



Yeah-yeah
ওসমানী নগর, সিলেট
RIP আব্দুল করিম
আসি বলে গেলো বন্ধু, আইলো না গো
আসি বলে গেলো বন্ধু, আইলো না
যাওয়ার কালে প্রাণবন্দে নয়ন তুলে চাইলো না
যাওয়ার কালে প্রাণবন্দে নয়ন তুলে চাইলো না
আসি বলে গেলো বন্ধু, আইলো না গো
আসি বলে গেলো বন্ধু, আইলো না
আসবে বলে আশায় রইলাম, আশাতে নিরাশা হইলাম
আসবে বলে আশায় রইলাম, আশাতে নিরাশা হইলাম
বাটাতে পান সাজাই থুইলাম, বন্ধু এসে খাইলো না
বাটাতে পান সাজাই থুইলাম, বন্ধু এসে খাইলো না
আসি বলে গেলো বন্ধু, আইলো না গো
আসি বলে গেলো বন্ধু, আইলো না
সুজন বন্ধুরে চাইলাম, মনে বড়ো ব্যথা পাইলাম
সুজন বন্ধুরে চাইলাম, মনে বড়ো ব্যথা পাইলাম
আমি শুধু তার গান গাইলাম, সে আমার গান গাইলো না
আমি শুধু তার গান গাইলাম, সে আমার গান গাইলো না
আসি বলে গেলো বন্ধু, আইলো না গো
আসি বলে গেলো বন্ধু, আইলো না
যাওয়ার কালে প্রাণবন্দে নয়ন তুলে চাইলো না
যাওয়ার কালে প্রাণবন্দে নয়ন তুলে চাইলো না
আসি বলে গেলো বন্ধু, আইলো না গো
আসি বলে গেলো বন্ধু, আইলো না



Writer(s): Muzahid Abdullah


Muza - Ashi Bole Gelo Bondhu
Album Ashi Bole Gelo Bondhu
date de sortie
29-12-2019



Attention! N'hésitez pas à laisser des commentaires.