Nikhita Gandhi - Khachar Pakhi paroles de chanson

paroles de chanson Khachar Pakhi - Nikhita Gandhi



খাঁচার পাখি ছিলো সোনার খাঁচাটিতে,
বনের পাখি ছিলো বনে,
একদা কি করিয়া মিলন হলো দোঁহে
কি ছিল বিধাতার মনে.
বনের পাখি বলে, "খাঁচার পাখি ভাই
বনেতে যাই দোঁহে মিলে",
খাঁচার পাখি বলে, "বনের পাখি আয়,
খাঁচায় থাকি নিরিবিলে"
বনের পাখি বলে, " না, আমি শিকলে ধরা নাহি দিব",
খাঁচার পাখি বলে, "হায়,আমি কেমনে বনে বাহিরিব?"
আহা.
বনের পাখি বলে, "আকাশ ঘন নীল
কোথা বাধা নাহি তার",
খাঁচার পাখি বলে, "খাঁচাটি পরিপাটি,
কেমনে ঢাকা চারিধার"
বনের পাখি বলে, " আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একবারে"
খাঁচার পাখি বলে, "নিরালা কোন বসে বাঁধিয়া রাখো আপনারে"
বনের পাখি বলে, "না,সেথা কোথায় উড়িবার পাই",
খাঁচার পাখি বলে," হায়, মেঘে কোথায় বসিবার ঠাঁই?"



Writer(s): RABINDRANATH TAGORE


Nikhita Gandhi - Mukherjee Dar Bou
Album Mukherjee Dar Bou
date de sortie
02-04-2019



Attention! N'hésitez pas à laisser des commentaires.