Raghab Chatterjee - Tumi Kon Kanoner Phool paroles de chanson

paroles de chanson Tumi Kon Kanoner Phool - Raghab Chatterjee



তুমি কোন্ কাননের ফুল, কোন্ গগনের তারা।
তোমায় কোথায় দেখেছি যেন কোন্ স্বপনের পারা
কবে তুমি গেয়েছিলে, আঁখির পানে চেয়েছিলে
ভুলে গিয়েছি।
শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা
তুমি কথা কোয়ো না, তুমি চেয়ে চলে যাও।
এই চাঁদের আলোতে তুমি হেসে গ'লে যাও।
আমি ঘুমের ঘোরে চাঁদের পানে চেয়ে থাকি মধুর প্রাণে,
তোমার আঁখির মতন দুটি তারা ঢালুক কিরণধারা




Raghab Chatterjee - Ebong Rabindranath
Album Ebong Rabindranath
date de sortie
15-02-2015




Attention! N'hésitez pas à laisser des commentaires.