Rezwana Choudhury Bannya - Aaji Barishan Mukharito paroles de chanson

paroles de chanson Aaji Barishan Mukharito - Rezwana Choudhury Bannya



আজি বরিষন মুখরিত
শ্রাবণ রাতে
স্মৃতি বেদনার মালা, একেলা গাথি।
আজ কোন ভুলে ভুলি
আধার ঘরেতে রাখি দুয়ার খুলি
মনে হয় বুঝি আসিছে সে
মোর দুখ রজনির সাথি।
আসিছে সে, ধারা জলে
সুর লাগায়ে নিপবনে পুলক জাগায়ে।।
যদিওবা নাহি আসে
তবু বৃথা আস্বাসে
ধুয়ে পরে রাখি বরে
মিলন আসন খানি পাতি।



Writer(s): Rabindranath Tagore


Rezwana Choudhury Bannya - Rabindranather Barshar Gaan - Tagore Songs on Rain



Attention! N'hésitez pas à laisser des commentaires.