paroles de chanson Dyakha Howbe Bole - Rupankar Bagchi , Rimita Mukherjee
দেখা
হবে
বলে
বারেবারে
ছুটে
আসা
চেনা
চৌকাঠে
চাওয়া
গুলো
ধুতে
আসা
ছায়া
পাবো
বলে
হাতে
হাতে
ছুঁতে
আসা
ভালোবাসা
কে।
ও,
এত
মন
এত
জন
মিলে
স্বপ্ন
দেখায়
একই
ঘর,
একই
স্বর
হয়ে
ভাসছে
হাওয়ায়।।
দেখা
হবে
বলে
বারেবারে
ছুটে
আসা
চেনা
চৌকাঠে
চাওয়া
গুলো
ধুতে
আসা
ছায়া
পাবো
বলে
হাতে
হাতে
ছুঁতে
আসা
ভালোবাসা
কে।
এত
মন
এত
জন
মিলে
স্বপ্ন
দেখায়।।
চিলেকোঠাকে
চিঠি
লিখে
পাঁচিল
আমরা
সকলে
স্বাক্ষী
হয়ে
আছি
এক
দালানের
রোদ
পোহানোর
শান্তি
মেখে
খাটে
যেখানে
মন
ভাত
বেড়ে
দেয়
ভালোবাসার
পাতে।
দেখা
হবে
বলে
বারেবারে
ছুটে
আসা
চেনা
চৌকাঠে
চাওয়া
গুলো
ধুতে
আসা
ছায়া
পাবো
বলে
হাতে
হাতে
ছুঁতে
আসা
ভালোবাসা
কে।
এত
মন
এত
জন
মিলে
স্বপ্ন
দেখায়
একই
ঘর,
একই
স্বর
হয়ে
ভাসছে
হাওয়ায়।।
Attention! N'hésitez pas à laisser des commentaires.