paroles de chanson Ei Je Kalo Matir Basa - Roma Mondal
এই
যে
কালো
মাটির
বাসা
শ্যামল
সুখের
ধরা
এইখানেতে
আঁধার
আলোয়
স্বপন-মাঝে
চরা
এই
যে
কালো
মাটির
বাসা
শ্যামল
সুখের
ধরা
এরই
গোপন
হৃদয়
'পরে
ব্যথার
স্বর্গ
বিরাজ
করে
এরই
গোপন
হৃদয়-'পরে
ব্যথার
স্বর্গ
বিরাজ
করে
দুঃখে...
দুঃখে
আলো
করা
এই
যে
কালো
মাটির
বাসা
শ্যামল
সুখের
ধরা
বিরহী
তোর
সেইখানে
যে
একলা
বসে
থাকে
হৃদয়
তাহার
ক্ষণে
ক্ষণে
নামটি
তোমার
ডাকে
বিরহী
তোর
সেইখানে
যে
একলা
বসে
থাকে
হৃদয়
তাহার
ক্ষণে
ক্ষণে
নামটি
তোমার
ডাকে
দুঃখে
যখন
মিলন
হবে
আনন্দলোক
মিলবে
তবে
দুঃখে
যখন
মিলন
হবে
আনন্দলোক
মিলবে
তবে
সুধায়...
সুধায়
সুধায়
ভরা
এই
যে
কালো
মাটির
বাসা
শ্যামল
সুখের
ধরা
এইখানেতে
আঁধার
আলোয়
স্বপন-মাঝে
চরা
এই
যে
কালো
মাটির
বাসা
শ্যামল
সুখের
ধরা

Attention! N'hésitez pas à laisser des commentaires.