Sagar Sen - Garab Mamo Horechho Prabhu paroles de chanson

paroles de chanson Garab Mamo Horechho Prabhu - Sagar Sen




গরব মম হরেছ, প্রভু
দিয়েছ বহু লাজ
কেমন মুখ সমুখে তব
তুলিব আমি আজ
গরব মম হরেছ, প্রভু
তোমারে আমি পেয়েছি বলি
মনে মনে যে মনেরে ছলি
তোমারে আমি পেয়েছি বলি
মনে মনে যে মনেরে ছলি
ধরা পড়িনু সংসারেতে
করিতে তব কাজ
কেমনে মুখ সমুখে তব
তুলিব আমি আজ
গরব মম হরেছ, প্রভু
জানি নে, নাথ, আমার ঘরে
ঠাঁই কোথা যে তোমারি তরে
নিজেরে তব চরণ 'পরে
সঁপি নি রাজরাজ
তোমারে চেয়ে দিবসযামী
আমারি পানে তাকাই আমি
তোমারে চোখে দেখি নে, স্বামী
তব মহিমামাঝ
কেমনে মুখ সমুখে তব
তুলিব আমি আজ
গরব মম হরেছ, প্রভু
দিয়েছ বহু লাজ



Writer(s): Rabindranath Tagore



Attention! N'hésitez pas à laisser des commentaires.