Shyamal Mitra feat. Salil Chowdhury - Jodi Kichhu Amare Shudhao paroles de chanson

paroles de chanson Jodi Kichhu Amare Shudhao - Salil Chowdhury , Shyamal Mitra




যদি কিছু আমারে শুধাও
কি যে তোমারে কব?
নীরবে চাহিয়া রব
না বলা কথা বুঝিয়া নাও
যদি কিছু আমারে শুধাও
ওই আকাশ নত
যুগে যুগে সংযত
নীরবতায় অবিরত
কথা বলে গেছে কত
ওই আকাশ নত
যুগে যুগে সংযত
নীরবতায় অবিরত
কথা বলে গেছে কত
তেমনি আমার বানী
সৌরভে কানাকানি
তেমনি আমার বানী
সৌরভে কানাকানি
হয় যদি ভ্রমরা গো
সে ব্যথা বুঝিয়া নাও
যদি কিছু আমারে শুধাও
কি যে তোমারে কব?
নীরবে চাহিয়া রব
না বলা কথা বুঝিয়া নাও
যদি কিছু আমারে শুধাও
অন্তরে অন্তরে
যদি কোন মন্তরে
বোবা প্রাণের ব্যথা
বোঝানো যেত গো তারে
অন্তরে অন্তরে
যদি কোন মন্তরে
বোবা প্রাণের ব্যথা
বোঝানো যেত গো তারে
কবির কবিতা সবই
তুলি দিয়ে আঁকা ছবি
কবির কবিতা সবই
তুলি দিয়ে আঁকা ছবি
কিছু নয় তার কাছে
এটুকু বুঝিয়া নাও
যদি কিছু আমারে শুধাও
কি যে তোমারে কব?
নীরবে চাহিয়া রব
না বলা কথা বুঝিয়া নাও
যদি কিছু আমারে শুধাও



Writer(s): Salil Chowdhury


Attention! N'hésitez pas à laisser des commentaires.