Santidev Ghosh - Aaj Ki Tahar Barata Pelo Re paroles de chanson
Santidev Ghosh Aaj Ki Tahar Barata Pelo Re

Aaj Ki Tahar Barata Pelo Re

Santidev Ghosh


paroles de chanson Aaj Ki Tahar Barata Pelo Re - Santidev Ghosh




আজ কি তাহার বারতা পেল রে
কিশলয়, ওরে কিশলয়
ওরা কার কথা কয় রে, কার কথা কয় রে
বনময়, বনময়
আজ কি তাহার বারতা পেল রে
কিশলয়, ওরে কিশলয়
ওরা কার কথা কয় রে, কার কথা কয় রে
বনময়, বনময়
আজ কি তাহার বারতা পেল রে
কিশলয়, ওরে কিশলয়
আকাশে আকাশে দূরে দূরে সুরে সুরে
আকাশে আকাশে দূরে দূরে সুরে সুরে
কোন পথিকের গাহে জয়, গাহে জয়, গাহে জয়
ওরা কার কথা কয় রে, কার কথা কয় রে
বনময়, বনময়
আজ কি তাহার বারতা পেল রে
কিশলয়, ওরে কিশলয়
যেথা চাঁপা-কোরকের শিখা জ্বলে
ঝিল্লিমুখর ঘন বনতলে
যেথা চাঁপা-কোরকের শিখা জ্বলে
ঝিল্লিমুখর ঘন বনতলে
এসো কবি, এসো, মালা পরো, বাঁশি ধরো
হোক গানে গানে বিনিময়, গানে গানে বিনিময়
ওরা কার কথা কয় রে, কার কথা কয় রে
বনময়, বনময়
আজ কি তাহার বারতা পেল রে
কিশলয়, ওরে কিশলয়



Writer(s): Rabindranath Tagore


Attention! N'hésitez pas à laisser des commentaires.