Shaan - Bol Na Aar paroles de chanson

paroles de chanson Bol Na Aar - Shaan feat. Monali Thakur



রাপ্পা রা রা রাপ্পা রা রা রাপ্পা রা রা রা
রাপ্পা রা রা রাপ্পা রা রা রাপ্পা রা রা রা
বল না আর কোন সে ভালোবাসার জোয়ার
কত বার ঢেউ ভাসাবে মন পাহাড়
বল না আর কোন সে ভালোবাসার জোয়ার
কত বার ঢেউ ভাসাবে মন পাহাড়
ভাসা ভাসা স্বপ্নে বারবার
ভেসে ভেসে যাওয়া তোর কারবার
আজ আমার স্বপ্নে বল এবার তুই কোথায়?
উড়ু উড়ু চিন্তার মাঝখানে
উড়ে উড়ে যাওয়া ইচ্ছে জানে
আজ আমার স্বপ্নের আসমানী রূপকথায়
রাপ্পা রা রা রাপ্পা রা রা রাপ্পা রা রা রা
রাপ্পা রা রা রাপ্পা রা রা রাপ্পা রা রা রা
এলোমেলো চিন্তা গুলো
কেন তোকেই ছুঁলো কে জানে?
চোখের পাতায় হাসি রেখে যায়
ধুলো মেখে যায় আনমনে
ভাসা ভাসা স্বপ্নে বারবার
ভেসে ভেসে যাওয়া তোর কারবার
আজ আমার স্বপ্নে বল এবার তুই কোথায়?
উড়ু উড়ু চিন্তার মাঝখানে
উড়ে উড়ে যাওয়া ইচ্ছে জানে
আজ আমার স্বপ্নের আসমানী রূপকথায়
রাপ্পা রা রা রাপ্পা রা রা রাপ্পা রা রা রা
রাপ্পা রা রা রাপ্পা রা রা রাপ্পা রা রা রা
আকাশ পথে যাবো বেড়াতে
রেখে তোর কাঁধে দুটো হাত
তারায় তারায় হবে সাজানো
হীরে জড়ানো প্রতি রাত
ভাসা ভাসা স্বপ্নে বারবার
ভেসে ভেসে যাওয়া তোর কারবার
আজ আমার স্বপ্নে বল এবার তুই কোথায়?
উড়ু উড়ু চিন্তার মাঝখানে
উড়ে উড়ে যাওয়া ইচ্ছে জানে
আজ আমার স্বপ্নের আসমানী রূপকথায়
রাপ্পা রা রা রাপ্পা রা রা রাপ্পা রা রা রা
রাপ্পা রা রা রাপ্পা রা রা রাপ্পা রা রা রা
বল না আর কোন সে ভালোবাসার জোয়ার
কত বার ঢেউ ভাসাবে মন পাহাড়
বল না আর কোন সে ভালোবাসার জোয়ার
কত বার ঢেউ ভাসাবে মন পাহাড়
ভাসা ভাসা স্বপ্নে বারবার
ভেসে ভেসে যাওয়া তোর কারবার
আজ আমার স্বপ্নে বল এবার তুই কোথায়?
উড়ু উড়ু চিন্তার মাঝখানে
উড়ে উড়ে যাওয়া ইচ্ছে জানে
আজ আমার স্বপ্নের আসমানী রূপকথায়
রাপ্পা রা রা রাপ্পা রা রা রাপ্পা রা রা রা
রাপ্পা রা রা রাপ্পা রা রা রাপ্পা রা রা রা



Writer(s): PRASEN, JEET GANNGULI


Shaan - DUI Prithibi (Original Motion Picture Soundtrack)



Attention! N'hésitez pas à laisser des commentaires.