paroles de chanson Shono Mishti Meye - Shaan feat. Akriti Kakkar
শোনো
মিষ্টি
মেয়ের
এক
গল্প
শোনাই
গানে
সে
যে
তুলির
টানে
আঁকে
স্বপ্ন
সবার
মনে
শোনো
মিষ্টি
মেয়ের
এক
গল্প
শোনাই
গানে
সে
যে
তুলির
টানে
আঁকে
স্বপ্ন
সবার
মনে
ঐ
চোখের
তারায়
চেয়ে,
জীবন
ওঠে
গেয়ে
কবিতারা
খুঁজে
পায়
ছন্দ
ঐ
রুপের
জোছনা
যতো,
সুন্দর
মন
ততো
ফুলের
মতো
দেয়
গন্ধ
ভালোবাসা
জাগাতে
জানে
সবারই
প্রাণে
সবারই
প্রাণে
শোনো
মিষ্টি
মেয়ের
এক
গল্প
শোনাই
গানে
সে
যে
তুলির
টানে
আঁকে
স্বপ্ন
সবার
মনে
ঝিকিমিকি
জোনাকিরা,
রিমঝিম
বৃষ্টিরা
তাকেই
দেখে
হয়
মুগ্ধ
আবেশে
ঘুম
ঘুম
রাত
আসে
মেঘ
হয়ে
মন
ভাসে
চাঁদের
চলা
হয়
স্তব্ধ
ফ্যাকাশে
জানি
তাকেই
দেখে
নদী
ভাসলো
স্রোতের
টানে
সে
যে
তুলির
টানে
আঁকে
স্বপ্ন
সবার
মনে
মন
কেনো
হারায়?
এই
মন
কেনো
হারায়?
তোমারই
সুরে
কথায়
তুমি
স্বপ্ন
কাগজের
নৌকো
ভাসিয়ে
দিলে
তুমি
সত্যি
হওয়া
এক
স্বপ্ন
আমায়
ছুঁলে
তুমি
স্বপ্ন
কাগজের
নৌকো
ভাসিয়ে
দিলে
তুমি
সত্যি
হওয়া
এক
স্বপ্ন
আমায়
ছুঁলে
সে
তো
মিষ্টি
নামের
মেয়ে
হাসলে
চাঁদের
চেয়ে
ঐ
হাসি
বেশি
লাগে
মিষ্টি
মন
বৃষ্টির
ছবি
আঁকে
রামধনু
রং
মাখে
দেখে
ঐ
দু'চোখের
দৃষ্টি
ভালোবাসা
জাগাতে
জানে
সবারই
প্রাণে
সবারই
প্রাণে
সবারই
প্রাণে
সবারই
প্রাণে
Attention! N'hésitez pas à laisser des commentaires.