Shireen - Chengra Chabiwala paroles de chanson

paroles de chanson Chengra Chabiwala - Shireen




চ্যাংড়া চাবিওয়ালা, তুই যে মনের আলা
নতুন গেথেছি মালা, দিস না মনে জ্বালা
চ্যাংড়া চাবিওয়ালা, তুই যে মনের আলা
নতুন গেথেছি মালা, দিস না মনে জ্বালা
খুলে দে মন জানালা
দেখি তোর মধুর চেহেরা
চ্যাংড়া চাবিওয়ালা, তুই যে মনের আলা
নতুন গেথেছি মালা, দিস না মনে জ্বালা
চ্যাংড়া চাবিওয়ালা
চ্যাংড়া চাবিওয়ালা
তোরে ভেবে দিন কেটে যায়
রাত কেটে দিন হয়ে যায়
তোরে ভেবে দিন কেটে যায়
রাত কেটে দিন হয়ে যায়
খুলে দে মন জানালা, দেখি তোর মধুর চেহেরা
ওরে মনের মালি, অন্তরের জমিন খালি
দখল করিয়া নে রে এক অবলা নারী
চ্যাংড়া চাবিওয়া, তুই যে মনের আলা
নতুন গেথেছি মালা, দিস না মনে জ্বালা
বাঁশির সুরে ফুঁ করিয়া, করলি যাদু মন কাড়িয়া
বাশির সুরে ফু করিয়া, করলি যাদু মন কাড়িয়া
ইচ্ছে করে যে তোরে, জড়াইয়া রাখি অন্তরে
আমার মনের মালি, অন্তরের জমিন খালি
দখল করিয়া নে রে এক অবলা নারী
চ্যাংড়া চাবিওয়ালা, তুই যে মনের আলা
নতুন গেথেছি মালা, দিস না মনে জালা
চ্যাংড়া চাবিওয়ালা, তুই যে মনের আলা
নতুন গেথেছি মালা, দিস না মনে জ্বালা



Writer(s): fuad



Attention! N'hésitez pas à laisser des commentaires.