Srabani Sen - Amar Mukti Aloy Aloy paroles de chanson

paroles de chanson Amar Mukti Aloy Aloy - Srabani Sen



আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে
আমার মুক্তি আলোয় আলোয়
আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে
আমার মুক্তি আলোয় আলোয়
আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে
এই আকাশে
আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে
আমার মুক্তি আলোয় আলোয়
দেহ মনের সুদূর পারে
হারিয়ে ফেলি আপনারে
দেহ মনের সুদূর পারে
হারিয়ে ফেলি আপনারে
গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে
এই আকাশে
আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে
আমার মুক্তি আলোয় আলোয়
আমার মুক্তি সর্বজনের মনের মাঝে
দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে
বিশ্বধাতার যজ্ঞশালা, আত্মহোমের বহ্নি জ্বালা
বিশ্বধাতার যজ্ঞশালা, আত্মহোমের বহ্নি জ্বালা
জীবন যেন দিই আহুতি মুক্তি আশে
এই আকাশে
আমার মুক্তি আলোয় আলোয়
আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে
এই আকাশে
আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে
আমার মুক্তি আলোয় আলোয়




Srabani Sen - Mukti (Original Motion Picture Soundtrack)
Album Mukti (Original Motion Picture Soundtrack)
date de sortie
01-08-2013




Attention! N'hésitez pas à laisser des commentaires.